আর ডি আর এস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, আর ডি এস বাংলাদেশের জাতীয় পর্যায়ে বেসরকারী উন্নয়ন সংস্থা।এটি দেশের ৬১ জেলায় ক্ষুদ্র ঋনদান কার্যক্রমের মাধ্যমে গ্রামীন দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সম্প্রতি প্রকাশিত আর ডি আর এস চাকরি বিজ্ঞপ্তি ২০২১ র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল ।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।
আরডিআরএস নিয়োগ বিজ্ঞপ্তি
১।পদের নামঃ মনিটরিং অফিসার
- পদের সংখ্যাঃ ২০
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান।
- বেতনঃ ২১,৪০০।
২।পদের নামঃ কৃষি উন্নয়ন এক্সপার্ট
- পদের সংখ্যাঃ ৪০
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান।
- বেতনঃ ২০,৫০০।
৩।পদের নামঃ প্রানী সম্পদ উন্নয়ন
- পদের সংখ্যাঃ ৪০
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান।
- বেতনঃ ২০,৫০০।
৪।পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার
- পদের সংখ্যাঃ ৬০
- শিক্ষাগত যোগ্যতাঃ অধিনস্ত কেন্দ্র পরিচালনা ও মনিটরিং করতে হবে।
- বেতনঃ ১৯,৬০০।
৪।পদের নামঃ ব্রাঞ্চ একাউন্ট অফিসার
- পদের সংখ্যাঃ ৬০
- শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতক ডিগ্রী।
- বেতনঃ ১৬,৭০০।
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে newstime71.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।
আর ডি আর এস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন –
বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে
আরডিআরএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের শেষ তারিখ: 2 May 2021
ওয়েবসাইট: www.rdrsbangla.net
লক্ষ্য:
গ্রামীন দরিদ্র জনগোষ্ঠী স্বতন্ত্র ও সমষ্ঠিগত প্রচেষ্টায় অর্থবহ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন, মানসম্মত জীবনযাপন, ন্যায়বিচার এবং টেকসই পরিবেশ অর্জন করবে।
উদ্দেশ্য:
আরডিআরএস বাংলাদেশ গ্রামীন দরিদ্র জনগোষ্ঠী এবং তাদের সংগঠনের সাথে কাজ করছে। যাতে তারা নাগরিক অধিকার সম্পর্কে জানে ও প্রতিষ্ঠা করতে পারে।ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আত্নবিশ্বাস এবং প্রতিবন্ধকতা মোকাবেলার সক্ষমতা অর্জন করতে পারে এবং স্থানীয় প্রতিষ্ঠানসমূহে সুশাসন উন্নয়ন করতে পারে এবং মানসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ, সম্পদ ও সেবায় প্রান্তিক জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা করতে পারে।
আমাদের সাইটিতে নিয়মিত চাকরির খবর ২০২১ পেতে এবং সকল, সরকারি ও সরকারী চাকরির খবর পাবেন সাথেক চাকরির খবর ।
প্রথম আলো পত্রিকায় যে নিয়োগ গুলো প্রকাশত হয় সেই গুলো ও আমাদের সাইটে পাবেন। এছাড়াও আরও অন্য পত্রিকা যেমন চাকরির বাজার আজকের চাকরির খবর,
চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা ও চাকরির পত্রিকা আজকের সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের সাইটে পাবেন